আপনারা অনেকেই অনলাইন পরীক্ষা নেওয়ার প্লাগিনের খোজ করে থাকেন।তবে সব ক্ষেত্রে আপনারা ব্যর্থ হন তা আমি জানি কারন সব প্লাগিনই প্রো অর্থাৎ টাকা দিয়ে এক্সেস করতে হয়।যদিও কিছু ফ্রি প্লাগিন আছে তবে সেটায় আপনি সব ফিচার এক্সেস করতে পারবেন না এতে আপনি পরীক্ষা নিতে অনেক সমস্যার সম্মুখিন হবেন।দেখা যাবে আপনি প্রশ্ন সেটাপ করলেও টাইমার দিতে পারবেন না।নেগেটিভ মার্কিং করতে পারবেন না।
online exam plugin for free



করোনার এই মহাপ্রলয়ে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর অনলাইন শিক্ষার কদর কয়েকগুন বেরে গেছে।অনলাইনে খুব সহজে জুম কিংবা গুগল ক্লাসরুমের মাধ্যমে অনলাইন ক্লাস করানো গেলেও অনলাইনে পরিক্ষার জন্য শিক্ষক কিংবা কোচিং মালিকদের অনেক ভোগান্তির শিকার হতে হয়।

 অনেকেই TestMoz ব্যবহার করে থাকে যাতে কোন প্রাইভেসির বালাই নাই একজন একাধিকবার পরিক্ষায় অংশ নেয়া বা পরিক্ষার প্রশ্ন করতে জটিলতার ভ্যাজাল তো আছেই।যদি নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটটিতে ইউজার লগিন সিস্টেম করে তাতেই তাদের প্রফাইলে এক্সামের ব্যবস্থা করা যায় যাতে করে একজন স্টুডেন্ট একবারি পরীক্ষায় অংশ নিতে পারবে তাহলে অনেকাংশেই এই সমস্যা থেকে মুক্তি মেলে।অনেকেই এই সিস্টেম টা করতে পারেননি কারন যত প্লাগিন আছে তার সব গুলোই প্রো বা পেইড।অনেকে হয়তো মোটা অংকের টাকা খরচ করে করেও ফেলেছেন।কিন্তু আমি আজ আপনাদের যে কুইজ মেকার প্লাগিনটি দিব এটার ফ্রি ভার্সনটিতে সব ধরনের সুবিধা আপনি পেয়ে যাবেন একদম ফ্রিতে। 


প্লাগিনটির নাম Wp-pro-Quiz।এর ব্যবহার আপনি ইউটিউবে সার্চ করে বিস্তারিত দেখে নিতে পারবেন।এই প্লাগিনটি আমি পার্সনালি ব্যবহার করে উপকৃত হয়েছি আপনারা চাইলে খুব সহজে নিচের ডাউনলোড লিংকটিতে ক্লিক করে ডাউনলোড করে সেটা আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ইনস্টল করে ফেলতে পারবেন।ব্যবহার করে কোন সমস্যায় পড়লে নিচে কমেন্টের মাধ্যমে জানাবে।ধন্যবাদ সকলকে।

Download Wp- Pro- Quiz Free Version